প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে কমনওয়েলথ ভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের ২৮তম অধিবেশনের সূচনা করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সম্মেলনে সভাপতিত্ব করবেন। ৪২টি কমনওয়েলথ ভুক্ত দেশের ৬১ জন স্পিকার ও প্রিসাইডিং অফিসার এবং চারটি আধা-স্বায়ত্তশাসিত সংসদের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর মধ্যে রয়েছে— সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সংসদ সদস্যদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব প্রভৃতি।
Site Admin | January 15, 2026 9:29 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে কমনওয়েলথ ভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের ২৮তম অধিবেশনের সূচনা করবেন।