প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কৃষকরা দেশ গঠনের শক্তিশালী অংশীদার এবং তাদের এই উদ্যোগ আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে বড় অবদান যোগাবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. এল মুরুগানের বাসভবনে আয়োজিত পোঙ্গল উৎসবে অংশ নিয়ে একথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, পোঙ্গল উৎসব প্রকৃতি, পরিবার ও সমাজের সঙ্গে ভারসাম্য রক্ষার পথ দেখায়। পোঙ্গল তামিল সংস্কৃতির উজ্জ্বল রূপ এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধনকে তুলে ধরে।