প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবনী ধারনা ও অভিমত, শক্তি ও যথার্থ উদ্দেশ্য নিয়ে যুব সমাজ, দেশ গঠনের পুরভাগে রয়েছে। তিনি আজ নতুন দিল্লীতে বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়ালগের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতা লাভের ১০০ বছর পূর্ণ করবে, বর্তমান যুব সমাজের কাছে তখন তা হবে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। একে তাঁদের সামনে এক সুবর্ণ সুযোগ বলেও অভিহিত করেন শ্রী মোদি । যুব সমাজের এই দক্ষতা , ভারতকেও সাফল্যের নতুন দিগন্তে পৌঁছে দিতে সাহায্য করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী ইয়ং লিডারস ডায়ালগকে এক ঐতিহাসিক ও অনন্য উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, এর মধ্যে দিয়ে খুব কম সময়েই এক বড় প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব হয়েছে। দেশে উন্নয়নেও যুব সমাজের সরাসরি অংশ গ্রহণের পথ সুনিশ্চিত করছে এই ইয়ং লিডারস ডায়ালগ।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী, এক প্রদর্শনী ঘুরে দেখেন।
উল্লেখ্য, বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৬-এ ৯ তারিখ থেকে শুরু হয়েছে। একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে , মেধা-ভিত্তিক তিন-পর্যায়ের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় স্তরের প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। দেশব্যাপী ডিজিটাল পদ্ধতিতে কুইজ, একটি প্রবন্ধ প্রতিযোগিতা এবং রাজ্য-স্তরে নিজেদের মতামত উপস্থাপনা করার সুযোগ পাওয়া গেছে প্রথম পর্বে। দ্বিতীয় পর্যায়ে ডিজাইন ফর ভারত, টেক ফর বিকশিত ভারত – হ্যাক ফর এ সোশ্যাল কজ এর বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।