January 10, 2026 10:46 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের গুজরাত সফরে  আজ প্রবাস পতনে সোমনাথ মন্দিরে পৌঁছে ‘স্বাভিমান পর্ব’ অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের গুজরাত সফরে  আজ প্রবাস পতনে সোমনাথ মন্দিরে পৌঁছে ‘স্বাভিমান পর্ব’ অনুষ্ঠানে যোগ দেন। মন্দিরে ওমকার জপ কর্মূচিতে অংশ নেওয়ার পর তিনি একটি ড্রোন প্রদর্শন দেখেন। আগামীকাল তাঁর  রাজকোট, আমেদাবাদ ও গান্ধিনগরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচীতেও অংশগ্রহণের কথা। উল্লেখ্য, সোমনাথ মন্দিরের সহনশীল প্রতিমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে গির সোমনাথ জেলার উপকূলবর্তী শহর ভেরাভালে, বৃহস্পতিবার শুরু হয়েছে এই সোমনাথ স্বাভিমান পর্ব। ১০২৬ খ্রিস্টাব্দে  গজনির মাহমুদ সোমনাথ মন্দিরের ওপরে প্রথম হামলা চালান। সেই আক্রমণের ১ হাজার বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজনকরা হয়েছে। একইসঙ্গে ১৯৫১ সালে পুনর্গঠিত মন্দির উদ্বোধনের ও এবার ৭৫বছর পূর্তি হচ্ছে।স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল, এই মন্দিরের পুনর্গঠনের কাজের উদ্যোগ নেন। তৎকালীন রাষ্ট্রপতিডঃ রাজেন্দ্র প্রসাদ এর উপস্থিতিতিতে ১৯৫১ য় মন্দিরটি আনুস্থানিকভাবে ভক্তদেরজন্যে খুলে দেওয়া হয়।    শ্রী মোদী আগামিকাল শৌর্য যাত্রায় অংশ নেবেন। যেসমস্ত বীর সেনানী, সোমনাথ মন্দিরের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এই পদযাত্রায় তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ ছাড়াও প্রধানমন্ত্রীসোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান এবং মন্দির দর্শন ও পূজাতেওঅংশ নেবেন। ওই দিন বিকেলেই প্রধানমন্ত্রী যাবেন রাজকোটে। সেখানেমাড়ওয়ারি বিশ্ববিদ্যালয়ে তাঁর কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের জন্যে ভাইব্রান্ট গুজরাতআঞ্চলিক সম্মেলনের উদ্বোধন ও এক সমাবেশে ভাষণ দেওয়ার কর্মসূচী রয়েছে। সম্মেলনেবাণিজ্য প্রদর্শনীরও সূচনা করবেন তিনি। রাজকোট থেকে প্রধানমন্ত্রী যাবেন আমেদাবাদে। সেখানে সেক্টর- ১০-এ থেকে মহাত্মামন্দির পর্যন্ত মেট্রো পরিষেবার দ্বিতীয় পর্যায়ের বাকি অংশেরও উদ্বোধন করবেন তিনি। সোমবার শ্রী মোদী, আমেদাবাদে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মারৎজ-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় নেতা সবরমতিআশ্রম ও পরিদর্শন করবেন, যোগ দেবেন আন্তর্জাতিক ঘুড়ি উৎসবেও।