প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের গুজরাট সফরে আজ সোমনাথে পৌঁছেছেন। আগামীকাল তিনি সেখানে স্বভিমান পর্ব অনুষ্ঠানে যোগ দেবেন। এই দিনটিতে এক হাজার বছর আগে বহিরাগতরা সোমনাথ মন্দির লুঠ করেছিল। আবার ১৯৫১ সালের এই দিনেই মন্দিরকে নতুন করে গড়ে তোলা হয়। সেই নব নির্মাণের এটি ৭৫ তম বছর।
Site Admin | January 10, 2026 7:42 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের গুজরাট সফরে আজ সোমনাথে পৌঁছেছেন।