January 8, 2026 9:48 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে ভারতীয় এআই স্টার্ট-আপগুলির সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা India AI Impact Summit 2026-এর আগে, AI for ALL: Global Impact Challenge-এ নির্বাচিত বারোটি ভারতীয় এআই স্টার্ট-আপ এই বৈঠকে অংশ নেয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে ভারতীয় এআই স্টার্ট-আপগুলির সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা India AI Impact Summit 2026-এর আগে, AI for ALL: Global Impact Challenge-এ নির্বাচিত বারোটি ভারতীয় এআই স্টার্ট-আপ এই বৈঠকে অংশ নেয়। বৈঠকে তারা তাদের বক্তব্য ও কাজ তুলে ধরে। এই স্টার্ট-আপগুলি ভারতীয় ভাষার ফাউন্ডেশন মডেল, ই-কমার্সের জন্য জেনারেটিভ এআই ব্যবহার করে 3D কনটেন্ট, ইঞ্জিনিয়ারিং সিমুলেশন, স্বাস্থ্য নির্ণয় এবং চিকিৎসা গবেষণা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে ।

বৈঠকে প্রধানমন্ত্রী সমাজে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে আগামী মাসে ভারত যে সম্মেলনের আয়োজন করবে, সেখানে প্রযুক্তি ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরা হবে। শ্রীমোদি বলেন, স্টার্ট-আপ এবং এআই উদ্যোক্তারা ভারতের ভবিষ্যতের স্থপতি। তিনি বলেন, উদ্ভাবন এবং বড় আকারে বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের বিপুল ক্ষমতা রয়েছে। তিনি আরও যোগ করেন যে ভারতকে বিশ্বের সামনে একটি অনন্য এআই মডেল উপস্থাপন করতে হবে, যা Made in India, Made for the World-এর চেতনা প্রতিফলিত করবে। শ্রীমোদি বলেন, যেহেতু বিশ্বের আস্থা ভারতের প্রতি রয়েছে তাই  ভারতীয় এআই মডেলগুলোকে অবশ্যই নৈতিক, পক্ষপাতহীন, স্বচ্ছ এবং ডেটা প্রাইভেসির নীতির উপর ভিত্তি করে তৈরি হতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্টার্ট-আপগুলিকে ভারতের পক্ষ থেকে বিশ্ব কে নেতৃত্ব দেওয়ার দিকে এগোতে হবে। এআই স্টার্ট-আপগুলি দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার  উন্নয়নে ভারতের প্রতিশ্রুতির প্রশংসা করেছে। তারা এআই ক্ষেত্রে দ্রুত বৃদ্ধি এবং বিপুল ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।  বৈঠকে ভারতীয় এআই স্টার্ট-আপগুলির সিইও, প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিমন্ত্রী জিতিন প্রসাদও উপস্থিত ছিলেন।