প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভগবান বুদ্ধের প্রদর্শিত পথ সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য। বুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পবিত্র নিদর্শনগুলি শুধু শিল্পকর্ম নয়, এগুলি দেশের চিরায়ত ঐতিহ্যের অংশ। এই নিদর্শনগুলি ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। নতুনদিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক কমপ্লেক্সে আজ তিনি ভগবান বুদ্ধের সঙ্গে সম্পর্কিত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন, যার শিরোনাম ছিল “আলো এবং পদ্ম: পবিত্র স্মারক”।
শ্রী মোদী বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর, দেশের বিভিন্ন ঐতিহ্য ফিরে এসেছে। এখন থেকে দেশবাসী ভগবান বুদ্ধের এই পবিত্র নিদর্শনগুলির দর্শন পাবেন এবং তাঁর ঐশ্বরিক আশীর্বাদ লাভ করবেন । ভারত ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শনগুলির রক্ষকই নয়, সেই কালজয়ী ঐতিহ্যগুলি বহন করে চলেছে।
প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বজুড়ে বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির উন্নয়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। আজ বৌদ্ধ স্থানগুলির আধুনিকীকরণ করা হচ্ছে। সেখানে তীর্থযাত্রীদের জন্য নতুন সুযোগ-সুবিধা তৈরি করা হচ্ছে। ভগবান বুদ্ধের শিক্ষা মূলত পালি ভাষাতেই রয়েছে এবং তাঁর পালি ভাষাকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়াই তাঁর সরকারের উদ্দেশ্য। তিনি বলেন, পালি ভাষাকে একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।