প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা অনুসারে প্ল্যাটফর্ম ফর প্রো-অ্যাকিটভ গভর্ননেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেনটেশন অর্থাৎ ‘প্রগতি’ (PRAGATI) দেশের বৃহৎ প্রকল্প ও গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচিগুলির বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে বলে ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন জানিয়েছেন। নতুন দিল্লীতে প্রগতির ফলাফল নিয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এপর্যন্ত প্রগতির ৫০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার আওতায় ৮৫ লক্ষ কোটি টাকারও অধিক মূল্যের ৩ হাজার ৩০০-রও বেশি প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে বহু প্রকল্পে বেশ কিছু সমস্যা রয়েছে। প্রগতির মাধ্যমে ‘এক দেশ এক রেশন কার্ড’ ও ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’-সহ মোট ৬১টি সরকারি প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। শ্রী সোমানাথন আরও জানান, প্রগতি ব্যবস্থার মাধ্যমে ৭ হাজার ৭৩৫টি প্রকল্প-সংক্রান্ত সমস্যার মধ্যে ৭ হাজার ১৫৬টি সমাধান করা হয়েছে।
Site Admin | January 3, 2026 11:28 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা অনুসারে প্ল্যাটফর্ম ফর প্রো-অ্যাকিটভ গভর্ননেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেনটেশন অর্থাৎ ‘প্রগতি’ (PRAGATI) দেশের বৃহৎ প্রকল্প ও গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচিগুলির বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে বলে ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন জানিয়েছেন