January 3, 2026 11:41 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া ধ্বংসাবশেষের একটি বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া ধ্বংসাবশেষের একটি বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ১৮৯৮ সালে আবিষ্কৃত পিপরাওয়া এই ধ্বংসাবশেষগুলো বৌদ্ধধর্মের সূচনালগ্নে প্রত্নতাত্ত্বিক গবেষণায় একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। আকাশবাণীর প্রতিনিধি জানিয়েছেন, নতুন দিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হবে। এই প্রথম প্রায় একশো বছর আগে পিপরাওয়া থেকে উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি, যা এতদিন নতুন দিল্লি ও কলকাতার জাতীয় যাদুঘরে সংরক্ষিত ছিল, তা তুলে ধরা হবে।

১৮৯৮ সালে আবিষ্কৃত পিপরাওয়ার এই ধ্বংসাবশেষগুলো ভগবান বুদ্ধের বাল্য জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রাচীনতম এবং ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর অন্যতম। ভগবান বুদ্ধ সন্ন্যাস গ্রহণের আগে তাঁর জীবনের প্রথমার্ধ কাটিয়েছিলেন জন্মভূমি কপিলাবাস্তুতে। প্রাপ্ত সামগ্রীগুলি সেই ইতিহাসের ধারাকে অনুসরণ করে।