January 2, 2026 7:41 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদের আন্তর্জাতিক পুষ্প প্রদর্শনীর প্রশংসা করে বলেছেন, এই আয়োজন সৃজনশীলতা, স্থায়িত্ব এবং সব সম্প্রদায়ের অংশগ্রহণের মেলবন্ধনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদের আন্তর্জাতিক পুষ্প প্রদর্শনীর প্রশংসা করে বলেছেন, এই আয়োজন সৃজনশীলতা, স্থায়িত্ব এবং সব সম্প্রদায়ের অংশগ্রহণের মেলবন্ধনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী, এই প্রদর্শনী শহরের প্রাণবন্ত চেতনা এবং প্রকৃতির প্রতি ভালোবাসাকে তুলে ধরে। তিনি বছরের পর বছর ধরে পুষ্প প্রদর্শনীর অগ্রগতিরও প্রশংসা করেন। উল্লেখ্য, এই প্রদর্শনী এবারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি পুরস্কার পেয়েছে। এখানে বিশ্বের বৃহত্তম ফুলের ম্যান্ডেলা তৈরি করা হয়েছে। ফুল দিয়ে সাজিয়ে নির্মাণ করা হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের বিশ্বের বৃহত্তম প্রতিকৃতি। এই নিয়ে টানা তিনবার আহমেদাবাদের পুষ্প প্রদর্শনীর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠল।

আহমেদাবাদে গতকাল চতুর্দশতম আন্তর্জাতিক পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সবরমতী রিভারফ্রন্টে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। ‘ভারত এক গাথা’ শীর্ষক এই প্রদর্শনীতে দেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এই পুষ্প প্রদর্শনীটি চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত চলবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।