January 2, 2026 7:30 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কেরালার সমাজ সংস্কারক মান্নাতু পদ্মনাভনের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কেরালার সমাজ সংস্কারক মান্নাতু পদ্মনাভনের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মনাভন ছিলেন একজন দূরদর্শী ব্যক্তিত্ব, যিনি বিশ্বাস করতেন, প্রকৃত অগ্রগতি মর্যাদা, সমতা এবং সামাজিক সংস্কারের মধ্যেই নিহিত। শ্রী মোদি স্বাস্থ্য, শিক্ষা এবং নারী ক্ষমতায়নের মতো ক্ষেত্রে পদ্মনাভনের প্রচেষ্টাকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, মান্নাতু পদ্মনাভন আজীবন সমাজসেবায় ব্রতী ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মান্নাতু পদ্মনাভনকে বিচক্ষণ সমাজ সংস্কারক এবং একনিষ্ঠ দেশপ্রেমিক হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রী বলেন, পদ্মনাভন সামাজিক ব্যাধি মোকাবিলায় তাঁর আজীবন সংগ্রামের মাধ্যমে সমাজে সাম্যের পথ প্রশস্ত করেছিলেন। শ্রী শাহ আরও বলেন, পদ্মনাভনের উত্তরাধিকার নাগরিকদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভারত গড়তে অনুপ্রাণিত করে চলেছে।