প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন প্রগতি প্ল্যাটফর্মের মাধ্যমে গত ১০ বছরে ৮৫ লক্ষ কোটি টাকারও বেশি প্রকল্প দ্রুত কার্যকর হয়েছে। নতুন দিল্লিতে গতকাল প্রগতি’র ৫০তম বৈঠকের সভাপতিত্ব করেন। প্রগতি হলো তথ্যপ্রযুক্তি-নির্ভর বহু-মাধ্যম এক প্ল্যাটফর্ম, যা সুশাসন ও সময়মতো প্রকল্প বাস্তবায়নের জন্য গড়ে তোলা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী সড়ক, রেল, বিদ্যুৎ, জলসম্পদ এবং কয়লা খাতের পাঁচটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প পর্যালোচনা করেন। পাঁচটি রাজ্যে বিস্তৃত এই প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় ৪০ হাজার কোটি টাকার বেশি। তিনি জোর দিয়ে বলেন, সংস্কারের গতি বজায় রাখা এবং সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে প্রগতি অপরিহার্য। প্রধানমন্ত্রী, রাজ্যগুলিকে মুখ্য সচিবদের নেতৃত্বে সামাজিক খাতে প্রগতি-র মতো ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বকেয়া থাকা প্রকল্পগুলো জাতীয় স্বার্থে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্য সচিবদের পিএম শ্রী প্রকল্প ঘনিষ্ঠভাবে তদারকি করেন।
Site Admin | January 1, 2026 12:03 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন প্রগতি প্ল্যাটফর্মের মাধ্যমে গত ১০ বছরে ৮৫ লক্ষ কোটি টাকারও বেশি প্রকল্প দ্রুত কার্যকর হয়েছে।