প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের বৈঠকে বিশিষ্ট অর্থনীতিবিদদের আসন্ন ২০২৬-২৭ সালের বাজেট নিয়ে মতবিনিময় করেন ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ চান। বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে কি করা উচিত, তা’ নিয়ে ওই বৈঠকে বিশিষ্টজনেরা আলোচনা করেন। ভবিষ্যতের সংস্কার, বৃহত্তর আর্থিক ক্ষেত্রে স্থায়ীত্ব এবং দেশের অর্থনৈতিক ক্ষেত্রের চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে বিশেষ আলোচনা হয়।
এদিকে, শ্রী মোদী আজ সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেছেন, ভারত এখন সংস্কারের এক্সপ্রেস ট্রেনে সওয়ার। গোটা বিশ্ব এখন ভারতের যাত্রাপথের দিকে তাকিয়ে। তারা আশা আকাঙ্খার সঙ্গে প্রগতির গতিপথ নজরে রাখছে। তিনি আরো বলেন, দেশ এখন পরবর্তী প্রজন্মের সংস্কারের দিকে পা বারিয়েছে। দেশের যুব শক্তি নতুন উদ্ভাবনী ক্ষমতার বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখছে। প্রধানমন্ত্রী মনে করেন, ২০২৫ সাল সমস্যার ও বিভিন্ন ক্ষেত্রের উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য চিহ্নিত হয়ে থাকবে।