December 30, 2025 10:31 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিষয়বস্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিষয়বস্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এতে অংশ নেবেন। অর্থনৈতিক ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত ভাগ করে নেবেন এই বৈঠকে। আসন্ন কেন্দ্রীয় বাজেটের আগে অর্থনীতিবিদরা তাদের বিভিন্ন পরামর্শ প্রধানমন্ত্রীকে জানাবেন। উন্নয়ন, অর্থনৈতিক স্থিতাবস্থা, দেশের অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক অর্থনীতির ভবিষ্যত্ ইত্যাদি বিষয়ে কথা বলবেন তারা।