December 29, 2025 12:05 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলোকে সহজে ব্যবসার সুবিধা বৃদ্ধি ও ভারতকে বিশ্বের দরবারে বৃহৎ পরিষেবা কেন্দ্র হিসেবে তুলে ধরার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণের ডাক দিয়েছেন

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলোকে উৎপাদন ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যগুলোকে ব্যবসার সুবিধা বাড়নোর ও ভারতকে বিশ্বের দরবারে বৃহৎ পরিসেবা কেন্দ্র  হিসেবে তুলে ধরার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণের ডাক দিয়েছেন। প্রধান মন্ত্রী আশ্বাস দেন, খুব শীঘ্রই জাতীয় উৎপাদন মিশন প্রকল্পের সূচনা করবে ভারত। বিশ্ব মানের কোম্পানিগুলোকে বিনিয়োগে উৎসাহী করতে রাজ্যগুলোকে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে হবে বলে জানান তিনি। গতকাল দিল্লীতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনের শেষ দিনে সভাপতিত্ব করেন শ্রী মোদী। তিন দিনের সম্মেলনের ভাবনা ছিল, ‘বিকশিত ভারতের জন্য মানব সম্পদ। ভারতের বৃহৎ জনসংখ্যার সুবিধার কথা উল্লেখ করে প্রধান মন্ত্রী বলেন, দেশের ৭০ শতাংশের বেশি মানুষ শ্রমের উপযুক্ত। এই মানব সম্পদকে ব্যবহার করে ভারত ঐতিহাসিক সুবিধা তৈরি করতে পারবে। পাশাপাশি  ভারত অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে বলে জানান তিনি।