প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। তিন দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হয়েছে গত শুক্রবার। এর লক্ষ্য হলো, জাতীয় উন্নয়নে অগ্রাধিকারের বিষয়ে কাঠামোগত ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে কেন্দ্র-রাজ্য অংশীদারিত্বকে শক্তিশালী করা। গতকালও সম্মেলনের সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমের একটি বার্তায় তিনি বলেন, সম্মেলন চলা কালীন তিনি প্রশাসন ও সংস্কার মূলক বিষয় নিয়ে বিভিন্ন অন্তর্দৃষ্টি পূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন।
সম্মেলনের ভাবনা ‘বিকশিত ভারতের জন্য মানব সম্পদ। এবারে বিশেষ জোর দেওয়া হচ্ছে: প্রারম্ভিক শৈশব শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, খেলাধুলা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম।
রাজ্যগুলির নিয়ন্ত্রণ শিথিলকরণ, প্রশাসনে প্রযুক্তি, বিশ্বমানের পর্যটন কেন্দ্র, আত্মনির্ভর ভারত এবং স্বদেশী, এবং বামপন্থী চরমপন্থা-পরবর্তী ভবিষ্যতের জন্য কৌশল ইত্যাদি বিষয় নিয়ে সম্মেলনে ছয়টি বিশেষ অধিবেশন রয়েছে।সম্মেলনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞসহ অন্যান্যরা অংশগ্রহণ করছেন।