প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের নতুন নীতিগুলি যুবসমাজকে জাতি গঠনের কেন্দ্রবিন্দুতে রাখতে এবং তাদের ক্ষমতায়নের জন্যই তৈরি করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বীর বাল দিবস অনুষ্ঠানে ভাষনে তিনি বলেন, জেন জেড এবং জেন আলফা দেশকে উন্নত জাতিতে পরিণত করার লক্ষ্যে নেতৃত্ব দেবে। তিনি জোর দিয়ে বলেন যে মহাকাশ, ক্রীড়া, ফিনটেক এবং উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত প্রতিটি উদ্যোগের মূলে রয়েছে যুবসমাজ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে মেরা যুব ভারত উদ্যোগের অধীনে যুবসমাজকে সংযুক্ত করার এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের প্রচেষ্টা করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে প্রতিটি ক্ষেত্রে যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন শিক্ষানীতিতে উল্লেখযোগ্য সংস্কারের মাধ্যমে একটি উন্নত ভারতের জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করা হচ্ছে। নতুন জাতীয় শিক্ষানীতি একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষা পদ্ধতি ও ব্যবহারিক শিক্ষার উপর জোর দেয় এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করে।
তিনি বলেন, আজ দেশ সাহেবজাদাদের অনুকরণীয় সাহস ও ত্যাগকে স্মরণ করছে। সাহেবজাদারা ভারতের অদম্য সাহস এবং বীরত্বের সর্বোচ্চ আদর্শের প্রতীক। তারা যুগের সীমা ভেঙে নিষ্ঠুর মুঘলদের সামনে পাথরের মতো দাঁড়িয়েছিলেন এবং ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসকে কাঁপিয়ে দিয়েছিলেন। শ্রী মোদী বলেন, গত চার বছর ধরে বীর বাল দিবস তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা ও ত্যাগের উৎস। প্রধানমন্ত্রী বলেন, মাতা গুজরি জি, শ্রী গুরু গোবিন্দ সিং জি এবং চার সাহেবজাদার সাহস ও আদর্শ প্রতিটি ভারতীয়কে শক্তি প্রদান করে চলেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী শিশুদের জীবনের পথপ্রদর্শক মন্ত্র হিসেবে “প্রথমে জাতির আদর্শ” গ্রহণ করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে শিশুরা একটি উন্নত দেশের পরিবর্তনের কারিগর। সঠিক সুযোগ এবং সঠিক নির্দেশ পেলে দেশের শিশুরা অসম্ভবকেও সম্ভব করতে পারে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে, একটি বিকশিত ভারতের স্বপ্ন বাস্তব রূপ নিচ্ছে এবং দেশের নাগরিকরা জাতি গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। মন্ত্রী বলেন, বীর বাল দিবস দেশকে সাহেবজাদা বাবা জোরোয়ার সিং জি এবং বাবা ফতেহ সিং জি-এর অদম্য সাহসের কথা মনে করিয়ে দেয়, যাদের সর্বোচ্চ আত্মত্যাগ ভারতীয় সংস্কৃতির ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়কে অমর করে তুলেছে।