প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার -পি এম আর বি পি-এর বিজয়ীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দশম শিখ ধর্মগুরু শ্রী গুরু গোবিন্দ সিংজির কনিষ্ঠ পুত্র সাহেবজাদা বাবা জোরাবর সিং জি এবং বাবা ফতেহ সিং জির বীরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানাতে বীর বাল দিবস পালন করা হয়। অত্যন্ত অল্প বয়সে তাঁদের আত্মত্যাগ ভারতের ইতিহাসে অন্যতম মর্মস্পর্শী অধ্যায় হিসেবে রয়ে গেছে। চরম অত্যাচারের মুখে এটি অটল সাহসের প্রতীক হিসেবেই বিবেচিত হয়। ২০২২ সালের জানুয়ারিতে গুরু গোবিন্দ সিং জির প্রকাশ পর্বের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের ঘোষণা করেছিলেন।
Site Admin | December 26, 2025 9:58 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।