December 21, 2025 9:52 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অসমের নামরূপে ১২ হাজার কোটি টাকার অ্যামোনিয়া-ইউরিয়া সার প্রকল্পের ভূমি পূজা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অসমের নামরূপে ১২ হাজার কোটি টাকার অ্যামোনিয়া-ইউরিয়া সার প্রকল্পের ভূমি পূজা করবেন। সেখানে তিনি একটি জনসভাতেও ভাষণ দেবেন। দু দিনের অসম সফরের দ্বিতীয় দিনে, শ্রী মোদি ব্রহ্মপুত্র নদে একটি ক্রুজে ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচির আওতায় ২৫ জন স্কুলছাত্রের সঙ্গে মতবিনিময় করবেন। পরে প্রধানমন্ত্রী গুয়াহাটির পশ্চিম বোরাগাঁওয়ে অসম আন্দোলনের ৮৬০ জন শহীদের স্মরণে নবনির্মিত শহীদ স্মারক ক্ষেত্র পরিদর্শন করবেন।

গতকাল প্রধানমন্ত্রী গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করেন। তিনি বিমানবন্দরে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের মূর্তিও উন্মোচন করেন। প্রায় ১ লক্ষ ৪০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই নতুন টার্মিনাল ভবনটি বছরে ১ কোটি ৩০ লক্ষ যাত্রী চলাচলের সুবিধা দিতে পারবে।  নতুন টার্মিনাল ভবনের বাইরে একটি বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে শ্রী মোদি বলেন কেন্দ্রীয় সরকার অসমের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গত ১১ বছরে রাজ্যে বেশ কয়েকটি মেগা ঐতিহাসিক পরিকাঠামো প্রকল্প শুরু ও সম্পন্ন করা হয়েছে।