প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃভাষায় শিক্ষা লাভের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লীতে আজ তার বাসভবনে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী, জাতীয় শিক্ষানীতির প্রভাব নিয়ে বিস্তারিত আলচোনা করেন। বিভিন্ন ভাষায় স্থানীয় বিষয়গুলি শেখানোর জন্য শিক্ষকদের তিনি পরামর্শ দেন, যাতে তারা বিভিন্ন ভাষা সহ ঐতিহ্যপূর্ণ ভারতীয় সমস্কৃতির বিষয় গভীর জ্ঞান অর্জন করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বৈচিত্র্য সম্পর্কে জানতে শিক্ষকরা শিক্ষামূলক ভ্রমণের নিয়ে যেতে পারেন। এরফলে জ্ঞান বৃদ্ধির পাশিপাশি পর্যটনের বিকাশও যেমন ঘটবে, একই সঙ্গে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠবে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের একে অপরের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখে নিজেদের শিক্ষা এবং কার্যকারিতা ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।
Site Admin | September 6, 2024 5:48 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃভাষায় শিক্ষা লাভের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন
