December 19, 2025 10:12 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গে  আসছেন

বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গে  আসছেন। নদীয়ার রানাঘাট-তাহেরপুরে তিন হাজার ২০০ কোটি ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। এরপর ‘পরিবর্তন সংকল্প সভা’-য় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য  নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই সভা থেকেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে।    

বাংলার হৃত গৌরব পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই আগামীকাল  থেকেই শুরু হবে।

আমাদের নদীয়ার সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী প্রায় ৩,২০০ কোটি টাকা মূল্যের যে দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এর মধ্যে  আছে নদীয়া জেলার উপর দিয়ে যাওয়া -৩৪নম্বর জাতীয় সড়কের -এর বরজাগুলি–কৃষ্ণনগর অংশের ৬৬ দশমিক৭ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তার উদ্বোধন।   পাশাপাশি তিনি উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার উপর দিয়ে যাওয়া -৩৪নম্বর জাতীয় সড়কের  বারাসাত–বরজাগুলি অংশের ১৭.৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতের সময় আরও দুঘন্টা কমে যাবে, যোগাযোগ ও  আর উন্নত হবে। 

 পশ্চিমবঙ্গ সফর শেষে প্রধানমন্ত্রীর   দুদিনের আসাম সফরও আগামীকাল শুরু হবে। সফরকালে শ্রী মোদী,  লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। সফরের শেষ দিনে শ্রী মোদী গুয়াহাটির শহীদ স্মারক ক্ষেত্রে ঐতিহাসিক আসাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আসাম উপত্যকা, সার ও রসায়ন কোম্পানী, অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্পের ভূমি পুজোতেও অংশ নেবেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।