প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আধুনিক ও চিরাচরিত চিকিৎসার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা গোটা বিশ্বের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আজ তিনি নতুন দিল্লির ভারতমন্ডপমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আয়োজিত চিরাচরিত চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত শিখর সম্মেলনের সমাপ্তি অধিবেশখনে যোগ দেন। তিনি বলেন, যোগব্যায়াম গোটা বিশ্বকে স্বাস্থ্য, ভারসাম্য ও স্বাচ্ছন্দের দিশা দেখিয়েছে। ১৭৫ টি দেশ প্রতি বছর ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে থাকে।
এই সম্মেলনের মূল থিম ছিল “ভারসাম্য পুনরুদ্ধার: স্বাস্থ্য ও ভালো থাকার বিজ্ঞান এবং অনুশীলন”। সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী আয়ুষ খাতের জন্য বেশ কিছু উদ্যোগের সূচনা করেন, এর মধ্যে রয়েছে ‘মাই আয়ুষ ইন্টিগ্রেটেড সার্ভিসেস পোর্টাল’ এবং গুণমান নিয়ন্ত্রণের জন্য ‘আয়ুষ মার্ক’। এছাড়াও তিনি যোগব্যায়াম সংক্রান্ত একটি WHO রিপোর্ট, আয়ুষ রূপান্তরের ওপর একটি বই এবং একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। প্রধানমন্ত্রী দিল্লিতে WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।