প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে দু দিনের সফরে গতকাল সন্ধ্যায় ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন। জর্ডান ও ইথিওপিয়া সফর সফলভাবে সম্পন্ন করার পর তিনি ওমানে যান। মাস্কাট বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে অভ্যর্থনা জানান ওমানের প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী সাইয়্যেদ শিহাব বিন তারিক আল সাইদ। ভারত-ওমান সহযোগিতা জোরদার করা এবং কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই নেতা আলোচনা করেন।
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর। আজ ভারত ওমান মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, এরফলে দু দেশের মধ্যে ব্যাপক বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই বাণিজ্য চুক্তিটি স্বাক্ষর করবেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ মন্ত্রী কাইস আল ইউসেফ।
সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, ওমান ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং গভীর ঐতিহাসিক সম্পর্কের একটি দেশ। তাঁর এই সফরের ফলে দুটি দেশের সঙ্গে সহযোগিতার নতুন পথ খুঁজে দেখা এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করার সুযোগ করে দেবে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে মাস্কাটের হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে প্রবাসী ভারতীয়দের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ওমানের ঐতিহ্যবাহী নৃত্য, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি ও কথকের মিশ্রণ, রাজস্থানের ঘুমর, কর্ণাটকের লোকনৃত্য যক্ষগান এবং অন্যান্য বিভিন্ন নৃত্য পরিবেশন করা হয়।