প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, জর্ডন, ইথিওপিয়া ও ওমান সফরে নতুনদিল্লি থেকে রওনা হবেন। বিদেশ সচিব ডঃ নিনা মালহোত্র নতুন দিল্লীতে সাংবাদিকদের জানান, জরডনের রাজা দ্বিবিন- আল- হুসেইনের আমন্ত্রণে ১৫ ও ১৬ ই ডিসেম্বর জর্ডন সফর করবেন। ভারত -জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উপলক্ষ্যে শ্রী মোদীর এই প্রথম সে দেশ সফর।
দ্বিতীয় পর্বে আগামীকাল আফ্রিকার দেশ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছাবেন তিনি। ইথিওপিয়া ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আকাশবাণীর সংবাদদাতা সুশীল তিওয়ারি ইথিওপিয়ায় ভারতের রাষ্ট্রদূত অনিল কুমার রাইয়ের সঙ্গে কথা বলে জানান যে প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করতে এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে আরও জোরালোভাবে উত্থাপনে সহায়ক হবে।
তৃতীয় পর্যায়ে মোদী যাবেন ওমানে। তাঁর সঙ্গে এক উচ্চ স্তরীয় প্রতিনিধি দলও থাকবেন।