প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জর্ডন, ইথিওপিয়া এবং ওমানে চারদিনের সফরে আগামীকাল রওনা হচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী জর্ডানে যাবেন। দু দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই সফর। রাজা আব্দুল্লাহ বিন আল হুসেইনের আমন্ত্রণে তাঁর এই সফরে প্রধানমন্ত্রী , জর্ডনের রাজার সঙ্গে দু দেশের সামগ্রিক সম্পর্কের ক্ষেত্র খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন।
আগামী মঙ্গলবার ১৬ তারিখ শ্রীমোদি, ইথিওপিয়া যাবেন। সেদেশে এটি হবে তাঁর প্রথম সফর। তিনি ভারত- ইথিওপিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।
তিন দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ওমানে পৌছবেন, সাক্ষাত করবেন সুলতান হাইথাম – বিন- তারিকের সঙ্গে। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর এই সফর। এই সফরের ফলে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ,শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি ও সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশীদারিত্বের বিষয়ে সামগ্রিক পর্যালোচনার সুযোগ মিলবে।