প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গতকাল নতুন দিল্লিতে ইতালির উপ প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পরে সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ইতালির বন্ধুত্বের সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে। যার ফলে উপকৃত হচ্ছে দু’দেশের মানুষ এবং বিশ্বের জনগণ’ও।
শ্রী মোদী আরো বলেন, বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা, উদ্ভাবন, প্রতিরক্ষা, মহাকাশ, সংযোগ, সন্ত্রাসবাদ প্ররিরোধ, শিক্ষা এবং মানুষে মানুষে সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত-ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা, ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে রূপায়ণের জন্য উভয় দেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তিনি এর’ও ভূয়সী প্রশংসা করেন।