December 11, 2025 9:31 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, দুই দেশের পারস্পরিক স্বার্থে ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক  আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, দুই দেশের পারস্পরিক স্বার্থে ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক  আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। শ্রী মোদী গতকাল বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তাঁরা। 

দুই নেতাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র ধিক্কার  জানিয়ে এর বিরুদ্ধে আরও কঠোর নীতি প্রনয়নের পক্ষে জোরালো সওয়াল করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে,   পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও উভয় নেতা  মতবিনিময় করেছেন। শ্রী মোদী,  গাজা শান্তি পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এবং ওই অঞ্চলে দ্রুত শান্তি প্রতিষ্ঠা করার প্রতি ভারতের সমর্থণের কথা  পুনর্ব্যক্ত করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।