December 10, 2025 9:46 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থে এই সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁরা মতবিনিময় করেছেন। শ্রী মোদী গাজা শান্তি পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এবং ওই অঞ্চলে দ্রুত শান্তি প্রতিষ্ঠা করার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।