December 9, 2025 7:20 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত প্রত্যেক চ্যালেঞ্জের সফলভাবে মোকাবিলা করতে সক্ষম এবং বন্দেমাতরমের ভাবধারা সেই শক্তি জোগাতেই সাহায্য করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত প্রত্যেক চ্যালেঞ্জের সফলভাবে মোকাবিলা করতে সক্ষম এবং বন্দেমাতরমের ভাবধারা সেই শক্তি জোগাতেই সাহায্য করেছে। লোকসভায় গতকাল বন্দেমাতরম রচনার দেড়শো বছর উপলক্ষে বিশেষ আলোচনার সূত্রপাত করে তিনি বলেন, বন্দেমাতরম শুধুমাত্র কোনো সঙ্গীত বা স্তোত্র নয়, এটি উদ্দীপনার উতেস, যা জনগণকে তাদের কর্তব্য সম্পর্কে সচেতন করে তুলেছে।