December 8, 2025 11:57 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের “বিকাশ ভি, বিরাসত ভি” নীতির মাধ্যমে আধুনিকীকরণ এবং নগরকেন্দ্রিক সভ্যতার শিকড় সংস্কৃতিকে সাংস্কৃতিক শিকড় মজবুত করে সংস্কৃতিকে শক্তিশালী করেছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের “বিকাশ ভি, বিরাসত ভি” নীতির মাধ্যমে আধুনিকীকরণ এবং নগরকেন্দ্রিক সভ্যতার শিকড় সংস্কৃতিকে সাংস্কৃতিক শিকড় মজবুত করে সংস্কৃতিকে শক্তিশালী করেছে।  তিনি বলেন, ভারত নিশ্চিত করছে যে কোনও ঐতিহ্য, কোনো সাংস্কৃতিক পরম্পরা যেন অবহেলায় পড়ে না থাকে। 

নতুন দিল্লিতে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষার জন্য আন্তঃসরকারি কমিটির বিশতম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মোদী তাঁর বার্তায় বলেন যে, ভারতের জন্য ঐতিহ্য কখনওআবেগপ্রবণ বিষয় নয় বরং জ্ঞান, সৃজনশীলতা এবং সম্প্রদায়ের অবিচ্ছিন্ন প্রবাহ। এ যেন একটি জীবন্ত প্রবাহমান নদী।

প্রধানমন্ত্রী বলেন যে ভারতীয় সভ্যতা কেবল স্মৃতিস্তম্ভ বা পাণ্ডুলিপির দ্বারা সমৃদ্ধ হয় না বরং এটি উৎসব, শিল্প-সাহিত্য-চারুশিল্প ও সাংকৃতিক পরম্পরার মেলবন্ধনের মাধ্যমে গড়ে উঠেছে।

প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন ঐতিহ্য রক্ষার জন্য একটি যৌথ আন্তর্জাতিক কাঠামো তৈরিতে ইউনেস্কো একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করেছে এবং ইউনেস্কোর তালিকায় বেশ কিছু নতুন নতুন ক্ষেত্র অন্তর্ভুক্ত হওয়ায় ভারত গর্বিত। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে, ২০০৩ সালের ইউনেস্কো কনভেনশন বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সিদ্ধান্ত নেয়।

বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য আন্তঃসরকারি কমিটির বিশতম  অধিবেশন আয়োজন করা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং তিনি বলেন যে, এই অধিবেশন প্রাচীন উত্তরাধিকার এবং আধুনিক আকাঙ্ক্ষার মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে।