প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেছেন। শ্রীলঙ্কায় সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ এবং উদ্ধারকার্যে চলতে থাকা ‘অপারেশন সাগরবন্ধু’ জারি থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় দিতওয়ারের ফলে শ্রীলঙ্কায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির জন্যও শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের ‘ভিশন মহাসাগর’ এবং দেশের ঘোষিত অবস্থান অনুসারে, আগামী দিনগুলিতে শ্রীলঙ্কার ক্ষতিগ্রস্ত জনতার পুনর্বাসন, জনজীবন স্বাভাবিক এবং জীবিকা পুনরুদ্ধারের লক্ষ্যে দ্বীপরাষ্ট্রকে প্রয়োজনীয় সবরকম সহায়তা প্রদান অব্যাহত রাখবে ভারত। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশানায়েকে, দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন এবং ত্রাণসামগ্রী পাঠানোড় জন্য প্রশংসার পাশাপাশি ভারতের সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Site Admin | December 2, 2025 7:55 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেছেন