প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় উদ্দেশ্যে নিবেদিত নয়টি সংকল্পের প্রতি নাগরিকদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ উদুপিতে শ্রীকৃষ্ণ মঠের ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি জল ও নদী সংরক্ষণ, এক পেড় মা কে নাম-এর অংশ হওয়া, কমপক্ষে একজন দরিদ্র ব্যক্তিকে দারিদ্র্য থেকে উন্নীত করা এবং স্বদেশী আন্দোলনকে উৎসাহিত করতে অর্থনীতি ও দেশীয় উদ্যোক্তাদের রক্ষার জন্য উপস্থিত সাধু, ভক্ত এবং নাগরিকদের সমর্থন চেয়েছেন। তিনি দেশবাসীকে প্রাকৃতিক কৃষিকাজকে উৎসাহিত করা, স্বাস্থ্যকর জীবনধারণের জন্য বাজরা ব্যবহার, তেলের ব্যবহার কমানো এবং দৈনন্দিন জীবনের অংশ হিসেবে যোগব্যায়াম করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ যে নয়টি সংকল্পের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে আমাদের প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ অন্যতম। তিনি বলেন, আমাদের প্রাচীন জ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া উচিত। তিনি ভারতীয়দের ২৫ টি ঐতিহ্যপুর্ণ স্থান পরিদর্শন করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা, ভগবদগীতা– কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ কর্মসূচির অনুপ্রেরণা। সর্বজন সুখিনো ভবন্তু, বসুধৈব কুটুম্বকম অথবা ধর্মো রক্ষতি রক্ষিতাহ – আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস, নারী শক্তি অভিযান, সৌর জোট মিশন অথবা মিশন সুদর্শন চক্র জাতীয় নিরাপত্তা কর্মসূচিকে অনুপ্রাণিত করেছে।
Site Admin | November 28, 2025 6:08 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় উদ্দেশ্যে নিবেদিত নয়টি সংকল্পের প্রতি নাগরিকদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।