November 28, 2025 12:24 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও গোয়া সফর করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও গোয়া সফর করবেন। সফরকালে তিনি কর্ণাটকের উদুপিতে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন। মঠের সুবর্ণ তীর্থ মন্ডপের উদ্বোধন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী গোয়ায় সার্ধপঞ্চশত মানোৎসব উপলক্ষে শ্রী সংস্হান গোকর্ণ পড়তাগলি জীবোত্তম মঠে যাবেন। সেখানে ভগবান রামের ৭৭ ফুট উঁচু ব্রোঞ্জের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। এছাড়াও রামায়ণের ঘটনাবলির ওপর নির্মিত এক উদ্যানের উদ্বোধন করবেন। তিনি এই উপলক্ষে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন এবং মঠের ৫৫০ বছর পূর্তি উপলক্ষে মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন।