প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসের ২৯ তারিখ থেকে দুই দিনের ছত্তিশগড় সফরে যাবেন। তিনি রায়পুরে পুলিশ মহানির্দেশক ও আইজি দের সর্বভারতীয় সম্মেলনের ৬০তম সংস্করণে অংশ নেবেন। তিন দিনের এই সম্মেলন ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। দেশের পুলিশি ব্যবস্থার সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রগতি সম্মেলনে পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রী মোদি এই অনুষ্ঠানে রাষ্ট্রপতির পুলিশ পদকও প্রদান করবেন। সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমারও উপস্থিত থাকবেন।
Site Admin | November 27, 2025 10:05 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসের ২৯ তারিখ থেকে দুই দিনের ছত্তিশগড় সফরে যাবেন