November 27, 2025 9:36 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভারতের স্পেস স্টার্ট আপ স্কাইরুটের প্রথম অরবিটাল মহাকাশযান বিক্রম-১ এর সূচনা করবেন।

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের স্পেস স্টার্ট আপ স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করবেন। সেই সঙ্গে তিনি স্কাইরুটের প্রথম অরবিটাল মহাকাশযান বিক্রম-১ এর সূচনা করবেন। এই মহাকাশযানের উপগ্রহকে তাদের কক্ষে প্রক্ষেপণ করার ক্ষমতা রয়েছে। এর অত্যাধুনিক প্রযুক্তিতে প্রায় ২ লক্ষ বর্গ ফুট কার্যক্ষেত্রে একাধিক উৎক্ষেপণ যানের নির্মাণ, বিকাশ ও পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং প্রতি মাসে একটি করে অরবিটাল মহাকাশযান তৈরি করা সম্ভব হবে। স্কাইরুট ভারতের প্রথম সারির বেসরকারি স্পেস সংস্থা। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ও  ইন্ডিয়ান ইন্সটিটিউট ও টেকনোলজির প্রাক্তনী পবন চন্দনা ও ভারত ঢাকা এই সংস্থার প্রবক্তা।  ২০২২ সালের নভেম্বরে স্কাইরুট সাব অরবিটাল রকেট বিক্রম এসের মাধ্যমে মহাকাশে প্রথম বেসরকারি নির্মাণ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে।