প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদের জি এম আর অ্যারোস্পেস ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে, সাপ্রান এয়ার কার্ফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া SAESI–এর সূচনা করবেন । প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই SAESI প্রযুক্তি হল, সাপ্রান বিমানের propulsion ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ, মেরামতি ও সামগ্রিক নিরিক্ষণ ব্যবস্হার জন্য তৈরি । এই প্রথম বিশ্বজনীন ইঞ্জিন equipment manufacturer (OEM) ভারতে – এই রক্ষণাবেক্ষণ, মেরামতি ও নিরীক্ষণ ব্যবস্হা MRO কার্যক্রমের সূচনা করতে চলেছে। বিমান পরিবহণ ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষে এই পদক্ষেপ বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি ও সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী হবে, অন্যদিকে আন্তর্জাতিক উড়ান হাব হিসেবে ভারত এক গুরুত্বপূর্ণ স্হান দখল করবে।
Site Admin | November 26, 2025 7:55 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদের জি এম আর অ্যারোস্পেস ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে, সাপ্রান এয়ার ক্রার্ফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া SAESI-এর সূচনা করবেন ।