প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হরিয়ানার কুরুক্ষেত্রে আজ গুরু তেঘ বাহাদুরজীর সাড়ে তিনশো তম শহীদী দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ ও মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনিও এই অনুষ্ঠানে যোগ দেন। কুরুক্ষেত্র থেকেই শ্রী কৃষ্ণ সত্য ধর্মের পথে চলাকে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে ঘোষণা করেছিলেন। শ্রী মোদী বলেন, শিখ গুরু তেগবাহাদুরও নিজের জীবনের বিনিময়ে সত্য ও বিশ্বাসকে পাথেয় করেছিলেন। তাঁর মতো ব্যক্তিত্ব ইতিহাসে বিশেষ অবদান রাখে বলেই মনে করেন তিনি। এই শহীদ দিবসের স্মরণে সরকারের পক্ষ থেকে এক বছর ধরে বিভিন্ন কর্মসূচীর পরিকল্পনা করা হয়েছে। ‘শহিদী দিবস’–এর স্মরণে আজ একটি বিশেষ মুদ্রা এবং স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী নবনির্মিত পাঞ্চজন্য ভবনের উদ্বোধন করেন। শ্রী কৃষ্ণের পবিত্র শঙ্খ পাঞ্চজন্য-র আদলে এই ভবনের নকশা তৈরী হয়েছে।