প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির পরিদর্শনে গেছেন। সেখানে তিনি মন্দিরের ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন। এই ধ্বজা উত্তোলনের মধ্যে দিয়েই শেষ হবে মন্দিরের নির্মাণ কাজ। এরপর, প্রধানমন্ত্রী সপ্তমন্দির পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে মহর্ষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য, বাল্মীকি, দেবী অহল্যা, নিষাদরাজ গুহ এবং মাতা শবরীর মন্দির। এরপর তিনি রাম দরবার গর্ভগৃহে পুজো দেবেন, দর্শন করবেন রাম লালা গর্ভগৃহও। বেলা বারোটায় শ্রী মোদী অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দিরের শিখরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করবেন।
Site Admin | November 25, 2025 11:40 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির পরিদর্শনে গেছেন