প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় কুরুক্ষেত্রে গুরু তেগ বাহাদুরজির ৩৫০ তম শহীদী দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি গুরু তেগ বাহাদুরের স্মরণে একটি বিশেষ মুদ্রা এবং একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহীদী দিবস উপলক্ষ্যে বর্ষব্যাপী স্মরণসভা আয়োজন করছে।
সফরকালে, প্রধানমন্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নামানুসারে নবনির্মিত পাঞ্চজন্য ভবনের উদ্বোধন করবেন।