প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, G-20 শিখর সম্মেলনে যোগ দিতে আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ পৌঁছাবেন। এটি তাঁর চতুর্থ দক্ষিণ আফ্রিকা সফর। এই নিয়ে পরপর চারবার দক্ষিণী বিশ্বের কোন দেশে জি-টোয়েন্টি শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। জি-টোয়েন্টি সম্মেলনের তিনটি অধিবেশনে তাঁর ভাষণ দেবার কথা। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রভাত কুমার জানিয়েছেন, এই সফর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আসন্ন জি-২০ শিখর সম্মেলন, আন্তর্জাতিক মূল বিষয়গুলি নিয়ে আলোচনার সুযোগ তৈরী করবে। ‘বসুধৈব কুটুম্বকম্’ এবং ‘এক পৃথিবী, এক পরিবার এক ভবিষ্যতে’র দৃষ্টিভঙ্গীকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতেই তিনি এই সফর করছেন। শ্রী মোদী বলেন,এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রথম কোনো জি ২০ শিখর সম্মেলন আফ্রিকায় হচ্ছে। ২০২৩ এ ভারতের সভাপতিত্বে জি ২০ শিখর সম্মেলনে আফ্রিকীয় ইউনিয়নকে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও শ্রী মোদী উল্লেখ করেন।