মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 20, 2025 9:07 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। ২৩ শে নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে শ্রী মোদী জোহানেসবার্গে জি টোয়েন্টি নেতৃবৃন্দের বিংশতিতম শিখর সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর চারবার জি টোয়েন্টি শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছে দক্ষিণী বিশ্বে। বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্মেলনে প্রধানমন্ত্রী জি টোয়েন্টি সম্পর্কে ভারতের বিভিন্ন দৃষ্টিভঙ্গী তুলে ধরবেন। সম্মেলনের তিনটি অধিবেশনেই তাঁর ভাষণ দেওয়ার কথা। শিখর সম্মেলনের ফাঁকে শ্রী মোদী জোহানেসবার্গে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা আয়োজিত ভারত ব্রাজিল নেতৃবৃন্দের বৈঠকেও যোগ দেবেন তিনি।