প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,আন্তর্জাতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত বিকাশশীল।তিনি গতকাল নতুন দিল্লিতে ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা ভাষণে বলেন, এক উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে ভারত।দেশ এখন শুধুমাত্র উদ্ভাবনী বাজার হিসেবে নয়, উদ্ভাবনী মডেল হিসেবেও আত্ম প্রকাশ করেছে। গোটা বিশ্ব ভারতের উন্নয়নের মডেল কে , আশার মডেল হিসেবে পরিগনিত করছে।
প্রধানমন্ত্রী বলেন, ভারত, বিকাশের পথে এগিয়ে চলা এবং আত্ম নির্ভর হয়ে ওঠার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। দেশবাসী প্রত্যক্ষ করেছেন, কীভাবে একবিংশ শতাব্দীর গত ২৫ টা বছর একের পর এক চ্যালেঞ্জের মোকাবিলা করে ভারত , দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কোন বাধাই বিকাশের এই গতির পথে অন্তরায় হয়ে উঠতে পারেনি।
বিহারের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রসংগ উল্লেখ করে শ্রী মোদী বলেন, ১৯৫১ সালের পর থেকে ওই রাজ্যে এবারে ভোটদানের হার ছিল সর্বাধিক। তিনি জোর দিয়ে বলেন, মানুষ যে কি ধরণের সরকার চায়, বিহারের ভোটের ফলাফল সেটাই প্রমাণ করে দিয়েছে।
বাকি রাজ্যগুলির প্রতিও তিনি সেই বার্তা দিয়ে বলেন, কেন্দ্র সরকারই হোক বা রাজ্য সরকার, এবং যে দল ই হোক না কেন, সকলকে মনে রাখতে হবে যে প্রাথমিক অগ্রাধিকার দেওয়া উচিত উন্নয়নের ওপরেই।
রাজ্য সরকারগুলিকে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগ আকর্ষণের পথে হাঁটারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।এর ফলে কাজের পরিবেশ আরও উন্নত হবে বলেও তিনি উল্লেখ করেন।