প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাত যাচ্ছেন। সফরকালে প্রধানমন্ত্রী নর্মদা জেলার দেড়িয়াপাড়ায় স্বাধীনতা সংগ্রামী, আদিবাসী নেতা ভগবান বীরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার পরিকাঠামো উন্নয়নে শ্রী মোদী, ৯ হাজার ৭শো কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মূলতঃ পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত প্রকল্পে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান PM জনমন এবং ধরতী আবা জনজাতীয় গ্রাম উতকর্ষ অভিযানের আওতায় নির্মিত ১ লক্ষ বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী মোদী। ১৪ টি ট্রাইবাল মাল্টি মার্কেটিং সেন্টার এবং আদিবাসী এলাকায় ৭শো ৪৮ কিলোমিটার নতুন রাস্তা নির্মানের জন্য শিলান্যাস করবেন তিনি। দেবমোগরা জেলার মন্দিরেও পুজো দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও শ্রী মোদী, মুম্বাই আমেদাবাদ উচ্চ গতি সম্পন্ন রেল করিডোরের অধীনে নির্মীয়মান সুরাত স্টেশন পরিদর্শন করবেন। এই করিডোরের কাজ সম্পন্ন হলে মুম্বাই ও আমেদাবাদের মধ্যে ট্রেনযাত্রার সময় কমপক্ষে দু ঘন্টা কমে যাবে।
Site Admin | November 15, 2025 12:46 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাত যাচ্ছেন।