প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ২দিনের সফরে ভুটান যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক যৌথভাবে এক হাজার ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাৎসাংচু -র দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ভারত – ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটির রূপায়ন করেছে। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিঙ্গিয়ে ওয়াংচুকের সত্তরতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে -র সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে। শ্রী মোদী থিম্পুতে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে যোগ দেবেন।
তাশিছোডজং -এ ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষে তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক বিষয়গুলির ওপরও দুপক্ষের মতবিনিময় হবে।