মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 9, 2025 1:59 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের রাজ্য গঠনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের রাজ্য গঠনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন । এর পর তিনি দেরাদুনে এক  জনসভায় ভাষণ দিয়েছেন ।প্রধানমন্ত্রী বলেন, উত্তরাখন্ডের পরিশ্রমী জনসাধারণ রাজ্যের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে, তিনি আশাবাদী।    এর আগে শ্রী মোদী ৮১৪০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে ৯৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি।

প্রধানমন্ত্রী পিএম ফসল বীমা যোজনার আওতায় ২৮,০০০-এরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬২ কোটি টাকার বেশি অর্থ প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে পাঠিয়েছেন।  

প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির উদ্বোধন করলেন তার মধ্যে উল্লেখযোগ্য : অম্রুত প্রকল্পের আওতায় দেরাদুন সহ ২৩টি অঞ্চলে জল সরবরাহ, পিথরাগড় জেলায় বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবস্থাপনা, নৈনিতালে হালদোয়ানি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ হকি খেলার মাঠ।