মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 8, 2025 10:05 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে ভার্চুয়ালি চারটি বন্দেভারত এক্সপ্রেসে ট্রেনের যাত্রার সূচনা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে ভার্চুয়ালি চারটি বন্দেভারত এক্সপ্রেসে ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এর মধ্যে রয়েছে বারানসী-খাজুরাহ, লক্ষ্ণৌ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লী এবং এরনাকুলাম-বেঙ্গালুরু বন্দেভারত এক্সপ্রেস।

 অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই ট্রেনগুলি একদিকে যেমন যাতায়াতের সময় কম করতে সাহায্য করবে, অন্যদিকে পর্যটনের উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশেও সহায়ক হবে।

রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, বারানসী-খাজুরাহ বন্দেভারত এক্সপ্রেস, এই দুটি স্থানের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে এবং এর ফলে যাত্রাপথ ২ ঘন্টা ৪০ মিনিট কম হবে। এই ট্রেনটি বারানসী, প্রয়াগরাজ, চিত্রকূট, খাজুরাহের মত ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করবে।

অন্যদিকে, লক্ষ্ণৌ সাহারনপুর বন্দেভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে সময় লাগবে ৭ ঘন্টা ৪৫ মিনিটের মত, যা এখনকার তুলনায় প্রায় এক ঘণ্টা কম।লক্ষ্ণৌ, সীতাপুর, শাহজাহানপুর, বেরেলি, মোরাদাবাদ, বিজনর ও সাহারানপুরের যাত্রীরা নতুন এই বন্দেভারত ট্রেনের ফলে উপকৃত হবেন।

 এ ছাড়া ফিরজপুর- দিল্লি বন্দে ভারত  হবে এই রুটের দ্রুততম ট্রেন।এতে সময় লাগবে ৬ ঘণ্টা ৪০ মিনিট। এই ট্রেন, জাতীয় রাজধানীর সঙ্গে ফিরজপুর, ভাতিন্দা ও পাতিয়ালার মতো পাঞ্জাবের গুরুত্বপূর্ণ শহর গুলির মধ্যে সংযোগ স্থাপন করবে।

অন্যদিকে দক্ষিণ ভারতে  এরনাকুলাম-বেঙ্গালুরু বন্দেভারত এক্সপ্রেসে যাত্রাপথে সময় লাগবে ৮ ঘণ্টা ৪০ মিনিট, যা বর্তমানের তুলনায় ২ ঘণ্টা কম। প্রধান প্রধান তথ্য প্রযুক্তি ও বাণিজ্যিক হাব গুলির মধ্যে সংযোগ স্থাপনে সহায়ক হবে এই ট্রেন।

 উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় বারানসী পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপস্থিত ছিলেন দলের কর্ম কর্তা ও অসংখ্য সাধারণ মানুষ।