প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার বিধানসভা নির্বাচনে বিপুল উৎসাহে ভোটদানের জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ প্রথমপর্বের ভোটদান চলাকালীন এক্সহ্যান্ডেলে এক বার্তায় তিনি প্রথমবার ভোট দেওয়া যুব ভোটারদের বিশেষ অভিনন্দন জানান।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণের জন্য বিহারবাসীর প্রতি আবেদন জানিয়েছেন।