প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, QS এশিয়া ইউনিভার্সিটি তালিকায়,উল্লেখযোগ্য ও রেকর্ড সংখ্যায় ভারতীয় বিশ্ব বিদ্যালয়ের অন্তর্ভুক্তিতে সন্তোষ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায়,শ্রী মোদি বলেন,সরকার দেশের যুব সমাজের জন্য উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে গবেষণা ও উদ্ভাবনের ওপর বলে তিনি জানান। তিনি বলেন,সরকার শিক্ষাক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য দেশের মধ্যে আইআইটি দিল্লি ১২৩ তম স্থানে রয়েছে ,তার ঠিক পরে আইআইটি বোম্বে ১২৯ তম, আইআইটি মাদ্রাজ ১৮০ তম এবং আইআইটি খড়গপুর ২১৫ তম স্থানে রয়েছে। অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC) বেঙ্গালুরু ২১৯ তম এবং আইআইটি কানপুর ২২২ তম স্থানে রয়েছে। এছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয়ও প্রথম ৩৫০ এর তালিকায় স্থান করে নিয়েছে।