রাজস্থানের ফালোরি জেলার মাথোরা থানা এলাকায় গতকাল এক তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার চেভেলার কাছে মিরজাগুড়া-খানাপুর সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত ২০ জন। আজ সকাল ৮টা নাগাদ ভিকারাবাদ-হায়দ্রাবাদ সড়কে একটি ট্রাক, একটি দু’চাকার গাড়িকে ওভারটেক করার সময় একটি আর টি সি বাসের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানা গেছে। ভিকারাবাদের পুলিশ অফিসার জানিয়েছেন, ১৯ জনের মৃতদেহ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি এই দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণও দুর্ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক ব্যক্ত করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের জন্য দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কর্মকর্তাদের যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।