প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে Emerging Science & Technology Conclave -ESTIC র উদ্বোধন করেছেন। তিনদিনের এই সম্মেলন আগামী বুধবার শেষ হবে। এই সম্মেলনে শিক্ষাবিদ, গবেষণা সংস্থা, শিল্প ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা নতুন প্রযুক্তিসমূহের অগ্রগতি ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবেন। ভারতের গবেষণা ও উদ্ভাবনী ক্ষেত্রের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ১ লক্ষ কোটি টাকার গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প তহবিলের সূচনা করবেন। উচ্চাকাঙ্খী এই উদ্যোগের লক্ষ্য হল, বেসরকারি পরিচালিত গবেষণা ক্ষেত্রকে উৎসাহিত করার পাশাপাশি উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নে শিল্পক্ষেত্রের অংশগ্রহণকে আগ্রহী করে তোলা। তিনহাজারেরও বেশি নোবেল পুরস্কার বিজয়ী, বিশিষ্ট বিজ্ঞানী, উদ্ভাবক, নীতি প্রণেতার সঙ্গে গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিচ্ছেন।
Site Admin | November 3, 2025 11:39 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে Emerging Science & Technology Conclave -ESTIC র উদ্বোধন করেছেন।